বিশ্বের সঙ্গে অভিন্ন উন্নয়নের সুযোগ বিনিময় করে চীন
  2018-09-29 10:39:06  cri
সেপ্টেম্বর ২৯: গত ৪০ বছরে কষ্ট ও সমস্যা মোকাবিলা করে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথে এগিয়ে গেছে চীন। এ সংস্কার ও বৈদেশিক উন্মুক্তকরণের পথে চীনে বিরাট পরিবর্তন হয়েছে এবং বিশ্বের সঙ্গে অভিন্ন উন্নয়নের সুযোগ বিনিময় করেছে চীন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই আরো বলেন, গত ৪০ বছরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণে বার্ষিক প্রবৃদ্ধি ১৪.৫ শতাংশ, যা বিশ্বের অর্থনীতিতে প্রাণশক্তি যুগিয়েছে এবং বিরাট বাজারও তৈরি করেছে। অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ও গুণগতমান উন্নয়নে আশাবাদী বেইজিং। দ্রুত অর্থনীতির আধুনিকায়ন গড়ে তুলে বিশ্বের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করা এবং বিভিন্ন দেশে সুষ্ঠু পুঁজি বিনিয়োগের পরিবেশ গড়ে তোলার আশা করেন তিনি। চীনের দরজা আরো অবারিত হবে এবং বাণিজ্য বাধাও থাকবে না। বিশ্বে সবচেয়ে দ্রুত উন্মুক্ত উন্নয়নশীল দেশ হিসেবে শুল্ক হ্রাস করার ক্ষেত্রে অতিরিক্তভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার চাহিদা পূরণ করেছে চীন। পাশাপাশি পরিষেবা বাণিজ্যের উন্মুক্তকরণের মানও গড়পড়তা উন্নত দেশের সমমানে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন ওয়াং ই।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040