'এক অঞ্চল, এক পথ' বৃহত্তম আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে: ওয়াং ই
  2018-09-29 10:29:05  cri
সেপ্টেম্বর ২৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হলো বিশ্বব্যাপী পরিকল্পনা। উদ্যোগটি বর্তমান আন্তর্জাতিক সহযোগিতার বৃহত্তম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ যৌথ বাণিজ্য ও উপভোগ, উন্মুক্ত, স্বচ্ছ ও সমবেত, আন্তর্জাতিক নিয়ম ও আইন মেনে চলা, সবুজায়ন এবং পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের নীতিতে অবিচল রয়েছে।

উদ্যোগের লক্ষ্য হলো, পারস্পরিক সুবিধা এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করা। এ পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চীন আগামী বছরে দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম আয়োজন করবে বলেও জানান তিনি।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040