চীন হলো আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী ও বহুপক্ষবাদের অনুশীলনকারী: ওয়াং ই
  2018-09-29 10:21:31  cri
সেপ্টেম্বর ২৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) নিউইয়র্কে ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে বলেন, চীন বরাবরই আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী ও বহুপক্ষবাদের অনুশীলনকারী। ২২ বছর ধরে জাতিসংঘ থেকে চীনকে অবরুদ্ধ করা হলেও আমাদের বহুপক্ষবাদের বিশ্বাস কখনও পরিবর্তন হয়নি এবং চীন বরাবরই 'জাতিসংঘ সনদে' অবিচল থাকছে। চীন ১৫ বছর আলোচনার মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নিয়েছে। আমরা আলোচনায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। আন্তর্জাতিক আর্থিক সংকট শুরুর পর চীন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য টানা বহু বছর ধরে ৩০ শতাংশ বার্ষিক অবদান বজায় রেখেছে। নতুন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে চীন দৃঢ়ভাবে বহুপক্ষবাদ রক্ষা, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের লক্ষ্যে নীতি ও শৃঙ্খলার ভিত্তিতে কার্যকর তত্পরতা বজায় রাখবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040