সাবেক বিশ্বনেতাদের কাউন্সিলের নির্বাহী পরিষদের ৩৫তম বার্ষিক সম্মেলন উদ্বোধন
  2018-09-28 19:10:37  cri
সেপ্টেম্বর ২৮: আজ (শুক্রবার) বেইজিংয়ে সাবেক বিশ্বনেতাদের কাউন্সিল আইসিএফএইচজি'র নির্বাহী পরিষদের ৩৫তম বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে অভিনন্দন-বাণী পাঠিয়েছেন।

বাণীতে সি চিন পিং বলেন, আমি চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সম্মেলনের উদ্বোধনে অভিনন্দন জানাই এবং সম্মেলনে অংশগ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানাই।

তিনি বলেন, বর্তমান বিশ্বের পরিচালনা ব্যবস্থা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার সংস্কার দ্রুততর হচ্ছে। বিশ্বের পরিচালনা জোরদার করা এবং বিশ্ব পরিচালনা ব্যবস্থা সুসংহত করা হলো বিভিন্ন দেশের অভিন্ন কর্তব্য। সংস্থার নির্বাহী পরিষদ বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কার্যকর চেষ্টা চালিয়েছে। বিশ্বশান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন বরাবরই যৌথ আলোচনা, যৌথ উন্নয়ন এবং ভাগাভাগির চিন্তাধারায় বহুপক্ষবাদকে সমর্থন করে আসছে, সক্রিয়ভাবে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। আমরা আন্তর্জাতিক সমাজের সঙ্গে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যতের জন্য যৌথ চেষ্টা চালাতে আগ্রহী।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040