আগামী নভেম্বরে উচেনে হবে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন
  2018-09-28 18:54:49  cri
সেপ্টেম্বর ২৮: আগামী ৭ থেকে ৯ নভেম্বরে চীনের চ্যচিয়াং প্রদেশের উচেনে অনুষ্ঠিত হবে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছে।

এবারের সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা নবায়ন ও উদ্ভাবন উন্নয়ন, ইন্টারনেট নিরাপত্তা, সাংস্কৃতিক যোগাযোগ, গণকল্যাণ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, এবারের সম্মেলনের প্রতিপাদ্য- 'পারস্পরিক আস্থা ও যৌথ প্রশাসনের ডিজিটাল বিশ্ব গড়ে তোলা—যৌথভাবে ইন্টারনেট সমাজ গঠন করা'। সম্মেলনে নবায়ন, উদ্ভাবন উন্নয়ন, সাধারণ নিরাপত্তা, উন্মুক্ত ও সমবেত, সুন্দর জীবন এবং অভিন্ন সমৃদ্ধ পাঁচ ক্ষেত্রের ১৯টি ফোরাম অনুষ্ঠিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভ জি, বিগ ডেটা, ইন্টারনেট নিরাপত্তা, ডিজিটাল রেশমপথসহ বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে এতে আলোচনা অনুষ্ঠিত হবে।

চীনের জাতীয় ইন্টারনেট তথ্য কার্যালয়ের উপপরিচালক লিউ লিই হং বলেন, বর্তমানে সম্মেলনের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040