যুক্তরাষ্ট্রের একতরফা নীতি এই বিশ্বে চলবে না
  2018-09-28 17:14:14  cri

সেপ্টেম্বর ২৭: সম্প্রতি নিইউয়র্কে জাতিসংঘের ৭৩তম সম্মেলন বেশ উত্তেজনাময় ছিল। একদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'যুক্তরাষ্ট্র ফার্স্ট', 'যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ' এমন কথা ঘোষণা করেছেন এবং 'বৈশ্বিক' ধারণার বিরোধিতা করেছেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসসহ সম্মেলনের অধিকাংশ প্রতিনিধি বহুপক্ষবাদ রক্ষার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন।

এবার জাতিসংঘ সম্মেলন চলাকালে একতরফা নীতি ও সংরক্ষণবাদের প্রবণতা দেখা গেছে। তা জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। গুতেরহিস বলেন, এবার জাতিসংঘ সম্মেলনের প্রতিপাদ্য হল শান্তিপূর্ণ, সম্মানজনক এবং টেকসই উন্নয়নের সমাজ গড়ে তোলা। তিনি আশা করেন সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিরা এটি নিয়ে আলোচনা করবেন এবং প্রস্তাব দেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সবার বিরোধী বক্তব্য রেখেছেন।

জাতিসংঘ হলো বহুপক্ষবাদ বাস্তবায়নের সবচেয়ে প্রধান মঞ্চ। বর্তমান বিশ্বে শক্তির রাজনিতি এখনো দেখা গেলেও আন্তর্জাতিক শৃঙ্খলা আরো ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত দিকে এগিয়ে নেওয়া, উভয়ের কল্যাণ বাস্তবায়ন করা হলো আন্তর্জাতিক সমাজের অভিন্ন আকাঙ্ক্ষা।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040