চীন, মিয়ানমার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকে তিনটি সিদ্ধান্ত
  2018-09-28 16:12:33  cri
সেপ্টেম্বর ২৮: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াউ তিনত সুয়ে ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এ বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসও অংশ নেন। এ বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমার ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করবে। বাংলাদেশ প্রথম দফায় আশ্রয় দেওয়া নাগরিকদের ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং মিয়ানমার তাদেরকে গ্রহণ করার প্রস্তুতি নিয়েছে। দু'দেশ যথাশীঘ্রই যৌথ কাজকর্ম শেষ করে প্রত্যাবাসনের পথ ও সময় নির্ধারণ করবে।

বৈঠকে ওয়াং ই বলেন, গত জুন মাসে আমি দু'জন মন্ত্রীর সঙ্গে বেইজিংয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেছি। তিন দেশ যথাযথভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে চারটি মতৈক্যে পৌঁছেছে। রাখাইন রাজ্যের সমস্যাটি ঐতিহাসিক। সমস্যার সমাধান তিনটি দেশের অভিন্ন স্বার্থ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যাটি আসলে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমস্যা। চীন এ সমস্যাটিকে আরো জটিল হওয়া, দীর্ঘায়িত হওয়া ও আন্তর্জাতিক ইস্যু করতে চায় না। মিয়ানমার ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে চীন দু'দেশের যোগাযোগের প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040