ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিয়েছেন ওয়াং ই
  2018-09-28 16:09:04  cri
সেপ্টেম্বর ২৮: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, দুই মাস আগে জোহানেসবার্গে ব্রিকস শীর্ষসম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্রিকসের ভূমিকা, কণ্ঠ ও পরিকল্পনা আন্তর্জাতিক সমাজে ব্যাপক স্বীকৃতি ও গুরুত্ব পেয়েছে। পরবর্তী ধাপে ব্রিকস দেশগুলোর উচিত জাতিসংঘকে কেন্দ্র করে অব্যাহতভাবে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ও বহুপক্ষবাদ রক্ষা করা, সংলাপের মাধ্যমে অভিন্নভাবে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং ব্রিকসসহ নতুন বাজারের বৈধ স্বার্থ রক্ষা করা।

তিনি আরো বলেন, আমাদের উচিত উন্মুক্ত, সহযোগিতামূলক ও অভিন্ন কল্যাণের ব্রিকস ধারণা প্রচার করা।

ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জোহানেসবার্গে শীর্ষসম্মেলনের সাফল্য বাস্তবায়ন, কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তব সহযোগিতা উন্নয়ন, সাংস্কৃতিক যোগাযোগ জোরদার, পারস্পরিক কল্যাণ বৃদ্ধি এবং জাতিসংঘের ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়ে একমত হয়েছেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040