চলতি বছর বৈশ্বিক বাণিজ্যে প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ: বিশ্ব বাণিজ্য সংস্থা
  2018-09-28 14:52:41  cri

সেপ্টেম্বর ২৮: চলতি বছর বৈশ্বিক বাণিজ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ৩.৯ শতাংশ। আর আগামী বছর এ-হার দাঁড়াবে ৩.৭ শতাংশে। বিশ্ব বাণিজ্য সংস্থা গতকাল (বৃহস্পতিবার) এই পূর্বাভাস দিয়েছে। এর আগে সংস্থাটি চলতি ও আগামী বছরে বৈশ্বিক বাণিজ্যে যথাক্রমে ৪.৪ ও ৪.০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছিল।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো জানান, বর্তমানে বৈশ্বিক বাণিজ্যে প্রবৃদ্ধির হার পূর্ব-প্রত্যাশা পূরণ করে চলেছে। তবে, বড় বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাণিজ্য-যুদ্ধ প্রবৃদ্ধির হার কমিয়ে দেবে। তিনি আরও বলেন, সংযম প্রদর্শন ও বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি করা আগের যে-কোনো সময়ের চেয়ে এখন বেশি জরুরি মনে হচ্ছে। (স্বর্ণা/আলিম )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040