নিউইয়র্কে ইইউ'র ঊর্ধ্বতন প্রতিনিধি মোঘেরিনির সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-09-28 14:50:23  cri

সেপ্টেম্বর ২৮: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র কূটনৈতিক ও নিরাপত্তা নীতিবিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে ওয়াং ই বলেন, ইইউ'র সঙ্গে নিয়মিত কৌশলগত যোগাযোগ রেখে, বিভিন্ন ইস্যুতে নিজ নিজ অবস্থানের সমন্বয় করতে ইচ্ছুক চীন। আন্তর্জাতিক ব্যাপারে চীন ও ইইউ স্বাধীন ও গুরুত্বপূর্ণ দুটি শক্তি। দু'পক্ষই বহুপক্ষবাদ ও জাতিসংঘের সমর্থক এবং আন্তর্জাতিক বিতর্ক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। বর্তমান অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন-ইউরোপ সম্পর্ক জোরদার হলে বিশ্বে ন্যায়ের পক্ষের শক্তি বাড়বে। দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে দু'পক্ষকেই দায়িত্ব পালন করতে হবে। আসন্ন এশিয়া-ইউরোপ শীর্ষসম্মেলনেও, বহুপক্ষবাদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের পক্ষে দু'পক্ষের উচিত হবে অভিন্ন মতামত প্রকাশ করা।

ওয়াং ই আরও বলেন, ইউরোপ-এশিয়া যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চীনসহ বিভিন্ন এশীয় দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার ইইউ'র ইচ্ছাকে বেইজিং স্বাগত জানায়। ইউরোপের এ-পরিকল্পনা উন্মুক্ত ও সহনশীল বলে, চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে এর মিল আছে।

এসময় মোঘারিনি বলেন, ইউরোপ ও চীনের মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ ও সহযোগিতা রয়েছে। দু'পক্ষের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কৌশলগত বিষয়ে নিয়মিত মত বিনিময় করা খুব প্রয়োজন। ইরান-পরমাণু-চুক্তির ব্যাপারে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে ইউরোপ।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বহুপক্ষবাদ রক্ষায় দু'পক্ষের যৌথ প্রচেষ্টা চালানো উচিত। ইইউ উত্থাপিত ইউরোপ-এশিয়া যোগাযোগ পরিকল্পনা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। আসন্ন ইউরোপ-এশিয়া শীর্ষসম্মেলনে চীনের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক ইইউ। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040