চীনের আত্মবিশ্বাস ও ক্ষমতাকে খাটো করে দেখার কোনো কারণ নেই: চীনা বাণিজ্য মন্ত্রণালয়
  2018-09-28 14:34:17  cri
সেপ্টেম্বর ২৮: চ্যালেঞ্জকে চালিকাশক্তিতে রূপান্তরিত করে, অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে চীন। এক্ষেত্রে চীনের আত্মবিশ্বাস ও ক্ষমতাকে খাটো করে দেখলে যুক্তরাষ্ট্র ভুল করবে। চীন-মার্কিন বাণিজ্য-যুদ্ধ প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং এক সাংবাদিক সম্মেলনে এ-মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তাদের ওপর। এর জন্য চীন দায়ী নয়। এই অবস্থায়, দু'দেশ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি অনুযায়ী, পারস্পরিক সম্মানের ভিত্তিতে, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিরোধ মিটিয়ে ফেলতে পারে। এটা দু'দেশের জন্য এবং বিশ্বের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040