'চীন-মার্কিন সশস্ত্র বাহিনী পর্যায়ের সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা প্রদর্শন জরুরি'
  2018-09-28 14:32:18  cri
সেপ্টেম্বর ২৮: চীন-মার্কিন সশস্ত্র বাহিনী পর্যায়ের সম্পর্ক উন্নত করতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখাতে হবে। এর মধ্যে আছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমানের প্ররোচণামূলক তত্পরতা বন্ধ করা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন কুও ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সামরিক সরঞ্জাম উন্নয়ন বিভাগ ও এর দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে ওয়াশিংটন একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায়, যুক্তরাষ্ট্রে সফররত চীনের নৌবাহিনীর কমান্ডারকে তাত্ক্ষণিকভাবে দেশে ফিরিয়ে আনা হয়।

তা ছাড়া, সম্প্রতি চীনের তাইয়ানে মার্কিন অস্ত্রবিক্রির সিদ্ধান্ত সম্পর্কে মুখপাত্র রেন বলেন, "তাইয়ান চীনের অবিচ্ছেদ অংশ। তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের আচরণ 'এক-চীননীতি' এবং চীন-মার্কিন তিনটি যৌথ ঘোষণার পরিপন্থি। এটা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের সামিল। তাইয়ানের মাধ্যমে চীনের ওপর চাপ প্রয়োগের মার্কিন কৌশল কোনো কাজে আসবে না।" (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040