আজকের টপিক: জাতীয় দিবসের ছুটির দিনগুলোতে কথায় ভ্রমণ করেন চীনারা?
  2018-10-03 16:38:47  cri



আজকের অনুষ্ঠানে আমরা জাতীয় দিবসের ছুটির দিনগুলোতে কথায় ভ্রমণ করেন চীনারা? এ বিষয়ে কিছু কথা বলবো।

বর্তমানে আরও বেশি চীনারা ছুটির দিনগুলোতে ভ্রমণ করতে পছন্দ করেন। জাতীয় দিবস উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারী ছুটি থাকে। তাই অনেকে বিদেশ ভ্রমণ তাদের ছুটি কাটানোর প্রধান বাচ্ছাই হিসেবে নির্ধারণ করেন। জাতীয় দিবসের ৭ দিনের সরকারী ছুটিকে মজা করে 'স্বর্ণ সপ্তাহ' বলে থাকে। পরিসংখ্যান থেকে জানা যায়, এখন 'স্বর্ণ সপ্তাহ' শুধু চীনাদের নয়, বিশ্বের জন্য স্বর্ণ সপ্তাহ সৃষ্টি করেছে চীনা পর্যটকরা।

চীনের পর্যচন ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, এ জাতীয় দিবসে চীনের মুলভূভাগের ৭০ লাখ হাজার লোক বিদেশে ভ্রমণ করেছেন, যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং পুরো বছরে মোট বিদেশে ভ্রমণকারীদের ৫ শতাংশ ছাড়িয়েছে। জাপান প্রথমবারের মতো এবারের বিদেশি ভ্রমণের প্রথশ গন্তব্যে পরিণত হয়েছে। এর পর থাইল্যান্ড ও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল- হংকং। জাপানে সম্প্রতি ভূমিকম্প ও তাইফুনের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দেশটিতে সমৃদ্ধ পর্যটন সম্পদ, বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং ভিসা ব্যবস্থার সহজিকরণের কারণে অনেক চীনা পর্যটক আকর্ষণ করে। এছাড়া জাপানী গণমাধ্যমের সুত্রে জানা গেছে, চীন-জাপান সম্পর্কের উন্নতি এতে ভুমিকা রেখেছে।

পরিসংখ্যান অনুসারে এবারে প্রত্যেক ভ্রমণকারীর গড় খরচ ৭৩০০ ইউয়ান। নারী, ১৯৮০ ও ১৯৯০ সালের পর জন্মানো লোক এবং বাচ্চা নিয়ে পরিবার ভ্রমণ করা এ ছুটির দিনগুলোতে প্রধান ভ্রমণকারী। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040