আজকের টপিক: গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী পালিত
  2018-10-03 16:38:42  cri


আজ গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী। চীনের বিভিন্ন স্থানে এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজিত হচ্ছে।

১৯৪৯ সালের ২৯ সেপ্টেম্বরে চীনা জনগনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনে জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা পালন করার কথা ঘোষনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে "চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অভিন্ন কর্মসূচী" গৃহিত হয়। ১ অক্টোবর চেয়ারম্যান মাও সেতুং থিয়ান আন মেন মঞ্চে গোটা বিশ্বের উদ্দেশ্যে গম্ভীরভাবে ঘোষণা করেন, গণ প্রজাতন্ত্রী চীনের কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে চীনের রাজধানী হিসেবে বেইজিং প্রজাতন্ত্রের সঙ্গে চীনা জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040