জাতিসংঘে পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার আহ্বান ওয়াং ই'র
  2018-09-28 10:32:32  cri
সেপ্টেম্বর ২৮: বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায়, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, ও পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, কোরীয় উপদ্বীপবিষয়ক এক উন্মু্ক্ত সভায়, তিনি এ-আহ্বান জানান।

সভায় ওয়াং ই বলেন, চলতি বছর কোরীয় উপদ্বীপ পরিস্থিতিতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। ইতোমধ্যেই দুই কোরিয়ার সম্পর্ক সার্বিকভাবে উন্নত হয়েছে। এ-ক্ষেত্রে দু'দেশের নেতৃবৃন্দের ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্তের প্রশংসা করে বেইজিং।

তিনি বলেন, চীন বরাবরই কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পক্ষে। এই লক্ষ্য বাস্তবায়নে নিরাপত্তা পরিষদকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

ওয়াং ই আরও বলেন, সকল পক্ষের উচিত সার্বিকভাবে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলা। চীন দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ-ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বা আলাপ-আলোচনার পথে এগিয়ে যাবার অধিকার নিরাপত্তা পরিষদের আছে। ইতোমধ্যে অর্জিত ইতিবাচক অগ্রগতির প্রেক্ষাপটে, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে, নিরাপত্তা পরিষদ আরও বড় পদক্ষেপ গ্রহণ করবে বলে চীন আশা করে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040