প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলুন: বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-09-27 18:46:13  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জলবায়ু বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও এ কারণে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা প্রয়োজন। এ জন্য কৃষি, জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়ন ও বিনিময় প্রয়োজন। প্রধানমন্ত্রী জানান, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং বিরূপ পরিবেশ সহিষ্ণু শস্য উৎভাবনে তার সরকার নিজস্ব তহবিল থেকে ৪৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

একই দিন ইউনিসেফের নির্বাহী পরিচালক, ইউএনএইচসিআর প্রধান, এস্তোনিয়ার প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব শহীদুল হক পরে জানান, আগামী নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন বিশ্বনেতারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040