পরমাণু অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব
  2018-09-27 18:28:24  cri
সেপ্টেম্বর ২৭: পরমাণু অস্ত্র সম্পূর্ণ নির্মূল করা এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সমাজকে পুনরায় আন্তরিক সংলাপ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস। গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে আয়োজিত 'পরমাণু অস্ত্র সম্পূর্ণ দূর করার আন্তর্জাতিক দিবসের' উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিশ্বশান্তি ও মানবজাতির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ হুমকি দূর করার একমাত্র পদ্ধতি হলো পরমাণু অস্ত্র নির্মূল করা।

তিনি বিশ্বের দু'টি বৃহত্তম পরমাণু অস্ত্রধারী দেশ- যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পুনরায় নিরস্ত্রীকরণের সংলাপে বসার আহ্বান জানান।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040