জলবায়ু পরিবর্তন ইস্যুতে উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক সংলাপে ভাষণ দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2018-09-27 18:25:43  cri
সেপ্টেম্বর ২৭: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত জলবায়ু পরিবর্তন ইস্যুতে উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক সংলাপে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন।

ওয়াং ই তাঁর ভাষণে বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা মানবজাতির ভবিষ্যতের সঙ্গে জড়িত। চীন দৃঢ়ভাবে আন্তর্জাতিক সমাজের যৌথভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থন দেয়। 'প্যারিস চুক্তি' হলো বিভিন্ন দেশের নেতাদের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বিভিন্ন দেশের আইনগত দায়িত্ব। প্যারিস চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা উচিত। উন্নত দেশগুলোর উচিত ২০২০ সালের মধ্যে একশ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং উন্নয়নশীল দেশগুলোকে অগ্রণী প্রযুক্তি রপ্তানি করা। বিশ্বব্যাপী অংশীদারির সম্পর্ক জোরদার করা এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত।

ওয়াং ই আরো বলেন, চীন নবায়ন ও উদ্ভাবন, সমঝোতা, সবুজায়ন, উন্মুক্ত ও অভিন্ন কল্যাণের নতুন ধারণা মেনে চলে। চীন প্যারিস চুক্তিকে নিজের টেকসই উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। চলতি পাঁচ বছরে চীন ব্যাপকভাবে উন্নয়নের পদ্ধতি পরিবর্তন করেছে এবং জ্বালানি সম্পদ কাঠামো উন্নত করেছে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় চীনের অবস্থা পরিবর্তন হবে না।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040