চীন-বিরোধী ভিত্তিহীন অভিযোগ বন্ধ করার তাগিদ দিয়েছে বেইজিং
  2018-09-27 17:12:40  cri
সেপ্টেম্বর ২৭: ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে চীন-বিরোধী ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করার দাবি জানায় বেইজিং।

কেং শুয়াং বলেন, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। চীন বরাবরই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতিতে অবিচল রয়েছে। বিশ্বের কোন দেশ সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, আন্তর্জাতিক সমাজ তা ভালোভাবেই জানে। আমরা যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করা এবং দু'দেশের সম্পর্ক ও দু'দেশের জনগণের স্বার্থ নষ্টকারী ভুল আচরণ বন্ধের তাগিদ দেই।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040