চীন কখনওই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেনি: ওয়াং ই
  2018-09-27 17:03:36  cri
সেপ্টেম্বর ২৭: চীন কখনওই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (বুধবার) নিইউয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা-বিষয়ক উন্মুক্ত সম্মেলনে এ মন্তব্য করেছেন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব এবং নিরাপত্তা পরিষদের সদস্য দেশের অভিন্ন দায়িত্ব। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এখন জটিল চ্যালেঞ্জের সম্মুখীন। নিরাপত্তা পরিষদের উচিত, রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়া।

ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপ পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। চীন এজন্য নিরলস চেষ্টা চালিয়েছে। আমাদের উচিত, শিগগিরি কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়ন করা।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন বরাবরই অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতিতে অবিচল রয়েছে। তা আন্তর্জাতিক সমাজের ব্যাপক প্রশংসাও পেয়েছে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগও করবে না। চীন অন্যান্য দেশকেও এ-পথ অবলম্বনের আহ্বান জানায়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040