বিবিধ এনসাইক্লোপিডিয়া
  2018-09-27 15:33:02  cri

সম্প্রতি আমি একটি মজার বই খুঁজে পেয়েছি। এর নাম হলো 'Miscellaneous encyclopedia'। এ বইয়ে অনেক Cold knowledge/trivia রয়েছে। এ বইয়ের আরেকটি বৈশিষ্ট্য আছে, প্রতিটি প্রশ্নের উত্তর অনেক ছোট। যেমন 'কেন ওজন মেশিন শরীরের চর্বির পরিমাণ পরিমাপ করতে পারে?'

এর উত্তর হলো: ওজন মেশিনটি শরীরের চর্বির পরিমাণ ওজন করে বের করতে পারে। যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ শরীরের চর্বির পরিমাণ বিশ্লেষণ করা হবে। এ মেশিনের কাজের নীতি হলো: মাংসপেশির তুলনায় চর্বি দিয়ে বিদ্যুত্ প্রবাহিত হয় ধীরে। মেশিনে দাঁড়ালে, পায়ে বিদ্যুত্ প্রবাহ হিসেব করবে মেশিনটি। ওজন মেশিন গতিশীলতা অনুসারে মানুষের চর্বির পরিমাণ বের করে।

এই জাপানি এনসাইক্লোপিডিয়ার অধিকাংশ উত্তর অনেক মজার। যেমন, প্রশ্ন হলো, 'কেন মানুষ ভালোবাসা ভেঙ্গে গেলে বেশি খায়?'

এর উত্তর, সুস্বাদু খাবারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নেই। কিন্তু মন খারাপের সঙ্গে হরমোন ও খাবারের সম্পর্ক আছে!

কিছু সমস্যা খুব অদ্ভুত মানুষ এটা মনে করতে পারে না। যেমন কোথায় রক্তের অভ্যন্তরীণ রক্তনালি মিশে গেছে?

স্বাভাবিক শরীরের তাপমাত্রার কোনো ব্যক্তি অ্যান্টিপাইরেটিক্স (Antipyretics) খেলে শরীরের তাপমাত্রা কমে যাবে কি-না?

মরিচ কারখানার শ্রমিকরা হাঁচি দেয় কি?

কেন মানুষের দু'টি নাসারন্ধ্র?

হীরা বিশ্বের সবচেয়ে কঠিন পদার্থ কেন?

আপনি কীভাবে হীরা সবুজ করবেন?

এসব অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে চান? তাহলে বইটি কিনুন।

এ বইয়েও অনেক কার্যকর প্রশ্ন আছে। সবচেয়ে বিশুদ্ধ প্রাকৃতিক পানি কোনটি? এর উত্তর হলো: অনেক ধরনের খনিজ পানি আছে। এর মধ্যে মাউন্টেন বসন্ত জল ও মাউন্টেন স্ট্রিম জল অন্যতম। এ ধরনের পানি প্রাচীন সময় থেকে উচ্চমানের। প্রথম হলো পর্বতের পানি, দ্বিতীয়- বৃষ্টির পানি, তৃতীয় হলো নদীর পানি, চতুর্থ হলো কুয়ার পানি।

যাই হোক, যখন আপনি পর্বতে যান, আত্মবিশ্বাসের সাথে আপনি মাউন্টেন স্ট্রিম পান করতে পারেন। উঁচু পাহাড়ের বাতাস পানিকে অক্সিডাইজ করে এবং পানি পানযোগ্য হয়।

বইয়ে বিভিন্ন ধরনে জ্ঞানের কথা আছে। খুবই মজার ও খুবই বাস্তবসম্মত। বন্ধুরা যদি আগ্রহী হন এ বইটি কিনতে পারেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040