চুল কাটানো
  2018-09-27 15:26:22  cri

 

কোনো নতুন দেশে গেলে সেখানকার লাইফস্টাইল জানা খুবই জরুরি। দশ বছর আগে চীনের মাঝারি মানের কোনো শহরে চুল কাটাতে খরচ হতো ৫ থেকে ১০ ইউয়ান। কিন্তু এখন গড়পড়তা খরচ হয় ষাট ইউয়ান!

তো, চীনের বিভিন্ন শহরের চুল কাটাতে কেমন খরচ হয়? জানতে হলে আমার সঙ্গে থাকুন।

আর আমিও এ ব্যাপারে বাংলাদেশের খবর জানতে খুবই আগ্রহী। বন্ধুরাও ইমেইলের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ। কিন্তু আজকের প্রথম পর্বে আমি একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ তুলে ধরব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের 'চুল কাটানো শিল্প' সম্পর্কে একটি প্রবন্ধ আপনাদের জন্য অনুবাদ করছি।

খরচ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। প্রিমিয়াম সেলুন এবং রাস্তার নাপিতদের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। বর্তমান সময় আর দশ বছর আগের সময় একেবারেই ভিন্ন। যখন আপনি কিন্ডারগার্টেনে চুল কাটাবেন, তখন এটি ২ ইউয়ান। এখন বেইজিং এবং শাংহাই ছাড়া, হাংচৌ শহরের আবাসিক এলাকার দোকানে ৮০ থেকে ১২০ ইউয়ান খরচ হয়। একটি ছোট আকারের দোকানে, প্রায় সবাই তাদের "সিনিয়র চুল স্টাইলিস্ট", যাদের মধ্যে অনেকেই "ডিজাইন ডিরেক্টর"। তাই খরচ অনেক বেশি।

"আমি মাথার চুল কাটাতে প্রতি দুই মাস ১২ পাউন্ড খরচ করতাম। সম্প্রতি একটি নতুন সেলুন খুঁজে পেয়েছি, কিন্তু প্রতিবার চার্জ ৪০ পাউন্ড।"

"আমি প্রতি ৬ সপ্তাহে একবার চুল কাটাই। ৩০ মার্কিন ডলার ব্যয় করি (প্লাস ৫ ডলার টিপস)"।

"২০ বছর ধরে চুল কাটাতে আমি একই সেলুনে যাই। যদি তিনি অবসর নেন, আমার জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক শেষ হয়ে যাবে।"

"আমার নাপিত আমার চুল কাটানোর পাশাপাশি আমার কথা শুনতে ইচ্ছুক। তিনি আমার বন্ধুর মতো।"

"আমি একই চুল কাটানোর দোকানে বার বার যেতে পছন্দ করি না। কখনো কখনো আমি বাসার কাছে একটি দোকানে গিয়ে ১৫ মার্কিন ডলার দিয়ে একবার চুল কাটাই, কখনো কখনো আমিও একটি উচ্চ পর্যায়ের হেয়ারস্টাইল সেলুনে যাই। প্রতিবার ৪০ মার্কিন ডলার খরচ হয়।"

"আমার অভ্যাস হলো ভালো সেলুনে চুল কাটানো। প্রতিবার টিপসসহ ৪৫ মার্কিন ডলার দেই। আমার নাপিত দোকানের সেরা। আমার মতে আমার বয়সী মানুষ তার কাছে অর্থ ব্যয় করে সুখী হয়।"

"আমি তো প্রতি ৬ সপ্তাহ বা দু'মাসে এক বার চুল কাটাই। টিপসসহ ৫০ মার্কিন ডলার একবার। আমার চুল কোঁকড়ানো। সেজন্য নাপিতের খুব কষ্ট হয়।"

অন্যদিকে পুরুষের চুল কাটার কাজ অনেক সহজ। তাদের কথা শুনুন:

"প্রতি দু'সপ্তাহে আমার চুল কাটানো। ফ্রি!।"

আচ্ছা, ভিন্ন গ্রুপের ভিন্ন চুল কাটানোর চাহিদা, অভ্যাস ও খরচ শুনেছেন। বন্ধুরা আপনাদের অভ্যাস কি রকম? আর এ প্রবন্ধের শেষ একটি ঠাট্টা আছে। আমরা সবাই জানি যে আসলে নাপিতদের সাথে কথা বলা কখনো কখনো অনেক কঠিন, তারা আমাদের চাহিদা না বুঝে সম্পূর্ণ ভিন্নভাবে চুল কাটে। একবার একটি দোকানে এ ধরনের কথা হয়:

বারবার: আপনি কি কাটাতে চান?

আমি: তুমি কি চাঁদ দেখেছো?

বারবার: এটা বলবেন না, আমি বুঝতে পারি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040