ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ
  2018-09-27 15:05:54  cri

 

সেপ্টেম্বর ২৭: বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলার একটি যাত্রীবাহী বিমান গতকাল (বুধবার) চট্টগ্রামে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে, এতে বিমানের কেউ হতাহত হয়নি। ঘটনার সময় বিমানে ১৭০ জন আরোহী ছিলেন।

চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন পাইলট চট্টগ্রামে বিমানটিকে জরুরি অবতরণ করান।

উল্লেখ্য, গত মার্চে ইউএস-বাংলার অন্য একটি বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় বিমানটির অন্তত ৫১ জন আরোহী নিহত হয়েছিলেন। (স্বর্ণা/আলিম)

(photo, Daily Star)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040