নিউইয়র্কে ক্রিস্টিন লাগার্দের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-09-27 14:40:12  cri
সেপ্টেম্বর ২৭: স্থানীয় সময় গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাত করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চীনের সঙ্গে আইএমএফের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া এবং বিশ্বশান্তির জন্য চীনের বিভিন্ন উদ্যোগের প্রতি বরাবরই আইএমএফ সমর্থন দিয়ে আসছে।

তিনি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইএমএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বহুপক্ষবাদ, অবাধ বাণিজ্য, এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি চীনের দৃঢ় সমর্থন রয়েছে।

জবাবে লাগার্দে বলেন, আইএমএফের মূল লক্ষ্য হল বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক বাণিজ্যকে প্রমোট করা। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের উচিত দৃঢ়ভাবে বহুপক্ষবাদকে সমর্থন দিয়ে যাওয়া; আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-নীতির পক্ষে থাকা; এবং বিভিন্ন পক্ষের মধ্যে মতভেদ আলাপ-আলোচনার মাধ্যমে দূর করা। আইএমএফ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক বলেও জানান তিনি।

সাক্ষাতে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার নিয়েও মত বিনিময় করেন তাঁরা। এ-প্রসঙ্গে ওয়াং ই বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের মতে, বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক নীতি রক্ষা করা উচিত এবং এর সংস্কারের মাধ্যমে যেন উন্নয়নশীল দেশগুলো উপকৃত হয়, সেদিকে লক্ষ্য রাখা উচিত। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040