জাতীয় দিবস পছন্দের ৩টি কারণ
  2018-10-03 16:35:43  cri

পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় দিবস। এই দিবসকে কেন্দ্র করে দেশে শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি। আমাদের রেডিও অনুষ্ঠানজুড়েও থাকছে জাতীয় দিবস ও জাতীয় দিবসের লম্বা ছুটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা।

আজকের 'পুবের জানালা' অনুষ্ঠানেও আমরা জাতীয় দিবস ও জাতীয় দিবসের ছুটি নিয়ে আলোচনা করব; আড্ডা দেব। আমাদের আড্ডার বিষয়: জাতীয় দিবস কেন পছন্দ করি।

জাতীয় দিবসের সঙ্গে ইতিহাস জড়িত। জাতীয় দিবস একটা দেশ ও জাতির গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়। তাই, জাতীয় দিবস আমাদের কাছে এমনিতেই সম্মানের ও ভালোলাগার একটা দিন। কিন্তু এ ছাড়াও, তিনটি কারণে চীনারা জাতীয় দিবস পছন্দ করেন। চলুন কারণগুলো সম্পর্কে আলোচনা করি:

১ লম্বা ছুটি পাওয়া যায়

চীনের সরকারি ছুটির মধ্যে দু'টি সবচেয়ে লম্বা। একটা হল জাতীয় দিবস এবং আরেকটি বসন্ত উত্সব। এক সপ্তাহের ছুটি পাওয়া আনন্দের ব্যাপার। আমাদের মতো বাড়ির বাইরে যারা কাজ করেন, তারা এক সপ্তাহের ছুটিতে বাড়ি যেতে পারেন; পরিবারের সঙ্গে মিলিত হতে পারেন। চীনে বসন্ত উত্সবের সময় বড় পরিবারের সবাই একসঙ্গে হন। অন্যদিকে, জাতীয় দিবসের ছুটিতে চীনারা পিতা-মাতার সঙ্গে একান্তা সময় কাটাতে পারেন। তাই, অনেক চীনার কাছে জাতীয় দিবসের ছুটি বেশি পছন্দের। কারণ, এসময়টি বসন্ত উত্সবের মতো নিয়ম-নীতি মেনে চলতে হয় না।

শরত্কাল অনেকের প্রিয় ঋতু

উত্তর চীনে যারা জন্মগ্রহণ করেছেন, আমার মতো, তাদের কাছে চার ঋতুর পার্থক্য খুব স্পষ্ট। গ্রীষ্মকাল আবহাওয়া গরম এবং শীতকালে ঠান্ডা হয়। শরত্কাল সবচেয়ে আরমদায়ক একটি সময়। এই সময়টায় আবহাওয়া ভাল এবং ভ্রমণের জন্য উপযোগী। অনেকেই শরত্কালে একবার ভ্রমণে বের হন। এসময় চীনের যে-কোন একটি জায়গায় গেলে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তা ছাড়া, শরত্কাল ফসল কাটার সমআয়া। এ সময় নানা ফুলও দেখা যায়। সাধারণভাবে জাতীয় দিবসের ছুটিতে অনেক চীনা দেশের বিভিন্ন স্থান দেখতে বের হন। কারণ, গোটা চীনে দেখার মতো অনেক কিছু আছে। বোনাস হিসেবে থাকে স্থানীয় খাবারের স্বাদ চেখে দেখার সুযোগ।

(আমার জন্য জাতীয় দিবসের ছুটি একটু বিশেষ তাত্পর্যপূর্ণ। কারণ, আমার জন্মদিন অক্টোবর মাসে। আপনি হয়ত জানেন, চীনে চান্দ্রপঞ্জিকা আচে। এ পঞ্জিকা অনুযায়ী আমার জন্মদিন কখনও কখনও জাতীয় দিবসের ছুটির সময়ে পড়ে। তাই এ সময়টা আমি একটু অন্যরকমভাবে কাটানোর সুযোগ পাই। বাড়িতে ফিরলে আমার বন্ধুর সঙ্গে একসাথে জন্মদিন উদযাপন করতে পারি। অথবা মামা-মার সঙ্গে থাকতে পারি। তাই অন্য দিবস বা উত্সবের চেয়ে আমি জাতীয় দিবসের সময়টা বেশি পছন্দ করি।)

ছুটির সময় হাইওয়েতে বিনামূল্যে গাড়ি চালানো যায়

চীনে জাতীয় দিবস ও বসন্ত উত্সবে ৭ দিন করে ছুটি থাকে, যা আগেই বলেছি। তো এই ছুটির সময় সারা চীনের হাইওয়েগুলোতে বিনামূল্যে গাড়ি চালানো যায়। মানে, কোনো টোল দিতে হয় না। এতে একদিকে মানুষ কম খরচে গাড়ি চালিয়ে দেশের মধ্যে বেড়াতে পারেন, অন্যদিকে হাইওয়ের টোল-কর্মীরাও সাধারণ মানুষের মতো ছুটি উপভোগ করতে পারেন। এটা যেন উইন-উইন পরিস্থিতি। যাদের নিজের গাড়ি আছে, তারা এই ছুটির সময় গাড়ি চালিয়ে নিজের জন্মস্থানে যেতে পারেন সহজে। যারা বেইজিংয়ের বাসিন্দা, তারা কাছাকাছি কোনো শহরে যেতে পারেন বেড়াতে।

(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040