চীনা মিডিয়া কর্মীদের প্রথম পর্যায়ের আন্তর্জাতিক গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান সি চিন পিং
  2018-09-26 19:22:20  cri
সেপ্টেম্বর ২৬: এ বছর চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র (সিসিটিভি) প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। এতে তিনি বিশ্বের বৃহত্তম গণমাধ্যম- চীনের কেন্দ্রীয় বেতার ও টেলিভিশন কেন্দ্রের সব কর্মকর্তা এবং সারা দেশের কর্মীদের শক্তিশালী নেতৃস্থানীয় শক্তি, প্রচার শক্তি ও প্রভাবশালী নতুন আন্তর্জাতিক গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সিসিটিভি বিশ্বের কাছে প্রকৃত, বহুমুখী ও প্রাণবন্ত চীন তুলে ধরেছে।

উল্লেখ্য, সিসিটিভি ১৯৫৮ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়। সিসিটিভির মোট ৪১টি চ্যানেল রয়েছে। বার্ষিক সম্প্রচারিত সময় ৩.২৯ লাখ ঘণ্টা। সিসিটিভি হলো বিশ্বের একমাত্র টেলিভিশন যা জাতিসংঘের ছয়টি আনুষ্ঠানিক ভাষায় সার্বক্ষণিক টেলিভিশন অনুষ্ঠান প্রচার করে থাকে। গত মার্চ মাসে সিসিটিভি, চীনের কেন্দ্রীয় গণবেতার (সিএনআর) ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) নিয়ে কেন্দ্রীয় বেতার ও টেলিভিশন কেন্দ্র (সিএমজি) গঠন করেছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040