ছাই ছুন চিয়া
  2018-09-26 19:00:31  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে ছাই ছুন চিয়া নামে একজন কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কয়েকটি সুন্দর গান শোনাবো। প্রথমে শুনুন তার গান 'Wind chimes'।

বন্ধুরা, ছাই ছুন চিয়া ১৯৭৮ সালের ৩ অগাস্ট সিংগাপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি সিংগাপুরের একটি পেশাদার কণ্ঠশিল্পীর প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। এখন আমরা শুনবো তার কণ্ঠে 'প্রজাপতি' নামের গানটি।

২০০০ সালে ছাই ছুন চিয়ার প্রথম অ্যালবাম 'ছাই ছুন চিয়া JOI' মুক্তি পায়। ২০০৪ সালে ছাই ছুন চিয়া সিংগাপুরের 'Music Street' সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নতুন একটি অ্যালবাম 'সূর্যোদয়' প্রকাশ করেন। এখন আমরা শুনবো তার আরেকটি গান, গানের নাম 'পুরনো বন্ধু।

প্রিয় বন্ধুরা, ২০০৬ সালে ছাই ছুন চিয়া সিংগাপুরের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৭ সালের তার অ্যালবাম 'ছাই ছুন চিয়ার সঙ্গে পরিচয় ভাগ্যের ব্যাপার' প্রকাশিত হয়। এই অ্যালবাম নিয়ে তিনি 'চতুর্থ চীনের রেডিও ও টিভি পুরস্কারে'র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ চীনা ভাষার কণ্ঠশিল্পী এবং ১৯তম তাইওয়ানের 'সোনালি সংগীত' পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকার মনোনয়ন পান। এখন শুনুন ছাই ছুন চিয়ার গাওয়া 'হাতে স্বপ্ন আছে' নামের গানটি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, ২০১০ সালে ছাই ছুন চিয়া নতুন একটি অ্যালবাম 'সময়ের বাক্স' প্রকাশ করেন। একই বছর 'ওয়ার্নার মিউজিক'-এর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর দুই বছরের জন্য তার সংগীত জীবন থেমে যায়। ২০১২ সালে ছাই ছুন চিয়া সংগীত জগতে ফিরে আসেন এবং নতুন গান 'সময়' প্রকাশ করেন। এখন আমরা শুনবো তার গান 'নানপিং পাহাড়ে সন্ধ্যার ঘণ্টাধ্বনি'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান গাওয়ার পাশাপাশি ছাই ছুন চিয়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১৪ সালে তার প্রথম চলচ্চিত্র 'কল্পনা' সিনেমা হলে মুক্তি পায় এবং তা দর্শকের প্রশংসা ও স্বীকৃতিও পায়। এখন শুনুন ছাই ছুন চিয়ার আরেকটি গান, গানের নাম 'মেয়েদের কফি'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০১৫ সালে ছাই ছুন চিয়া নতুন একটি গান 'ছুন প্লাস' প্রকাশ করেন। ২০১৭ সালে তার প্রথম বিশ্বব্যাপী কনসার্ট অনুষ্ঠিত হয়। একই বছর তার নতুন অ্যালবাম 'আমি তো আমি' প্রকাশিত হয়। এখন শুনুন তার গান- 'গোলাপ'।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কণ্ঠশিল্পী ছাই ছুন চিয়ার পরিচয় এবং তার কয়েকটি সুন্দর গান শুনিয়েছি। আশা করি, তা আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের শোনাবো তার আরেকটি গান- 'তোমার অশ্রু মুছে ফেলি'।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040