সরের ধারায়--শরৎকাল
  2018-09-28 08:48:24  cri


যখন শীতের আমেজ শুরু হয়, দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে, গাছের পাতা হলুদ হয়ে যায়, তখন কিন্তু শরত্কাল এসে পড়ে। মানুষ এই সুন্দর ঋতু সম্পর্কে অনেক কবিতা ও গান রচনা করেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা শরত্কাল সম্পর্কিত কিছু গান শুনবো।

চীনের রাজধানী বেইজিংয়ে ইতোমধ্যে শরত্কাল শুরু হয়েছে। লোকেরা বলে, শরত্কাল বেইজিংয়ের সবচেয়ে সুন্দর সময়। এ সময় বেইজিংয়ের আবহাওয়ায় শীত থাকে তবে তা ঠান্ডা নয়। এ সময় বৃষ্টিও খুব কম থাকে। আকাশ থাকে অনেক পরিষ্কার ও নীল। চীনা ভাষায় 'ছিউ কাও ছি শুয়াং' কথা দিয়ে এমন আবহাওয়ার বর্ণনা করা হয়। আর বেইজিংয়ের শরত্কাল 'ছিউ কাও ছি শুয়াং' প্রকাশ করে। শহরের অনেক গাছের পাতা শরত্কালে সোনালি রং ধারণ করে। বিশেষ করে নিষিদ্ধ নগরের পাশে, লাল দেয়াল, সোনালি পাতা ও নীল আকাশ মিলেমিশে সুন্দর দৃশ্য তৈরি হয়। তাই শরত্কালে বেইজিংয়ের হুথংগুলোতে হাঁটাহাঁটি করা কিন্তু দারুণ উপভোগের ব্যাপার!

 

বন্ধুরা, শরত্কালে আপনার দেশে প্রকৃতি কেমন থাকে? চীনের মানুষ বলে, 'সোনালি শরত্কাল'! এ সময় গাছের পাতা হলুদ হয়, ধান ও গম পেকে সোনালি রং ধারণ করে। চীনারা খুব পছন্দের সোনার ওসমানথুস (Osmanthus fragrans) ও চন্দ্রমল্লিকা ফুল ফোটে। তাই চীনের শরত্কাল যেন 'সোনালি পৃথিবী'!

শরত্কালে গাছের পাতা ঝড়ে যায়। এই দৃশ্য দেখে কি মন খারাপ হয়? চীনে একটি প্রবাদ আছে---"লো ইয়ে কুয়েই কেন্"। মানে পাতা ঝড়ে গাছের শিকড়ে ফিরে যায়। একটি জীবন শেষ হলে তা আবার পৃথিবীতে ফিরে যায়। এর অন্য একটি অর্থ হচ্ছে যেখান থেকে আসে, অবশেষে সেখানে ফিরে যায়। চীনা সংস্কৃতিতে পাতা বা মানুষের জন্য তা আসলে খুশির ব্যাপার। চীনা গান "লো ইয়ে কুয়েই কেন" এমন অর্থ প্রকাশ করে।

বন্ধুরা, এবারের গানের নাম 'একজন গরমকালের মতো, একজন শরত্কালের মতো", গেয়েছেন চীনের তাইওয়ানের গায়িকা ফেন ওয়েই ছি। গানের দুই লোকের বন্ধুত্ব প্রকাশিত হয়েছে। এক লোক ও তার বন্ধু হয়তো একেবারে ভিন্ন ব্যক্তি। তবে বন্ধু হওয়ার পর তাদের পৃথিবী বদলে যায়। আশা করি, আপনার জীবনেও এমন বন্ধু আছে, যে আপনাকে নতুন জীবন বা পৃথিবী দেখায়।

বন্ধুরা, এখন আমরা চীনের বিখ্যাত গায়ক থাও চে'র গান "নিঃসঙ্গ ঋতু" শুনবো। প্রকৃতির দৃশ্যের পরিবর্তন সহজেই লোকদের মনের অনুভূতিতে প্রভাব ফেলে। এই গানের কথা বলা হয়, পাতা পড়ে গেছে, ঋতু পরিবর্তন হয়েছে। আমি সবসময় জীবন পরিবর্তনে ভয় পাই। তবে এখন ভাবছি, হয়তো অতীতকে বিদায় দিতে হবে!

বন্ধুরা, আপনি কি যত্ন করে নিজের শহরের শরত্কাল দেখেছেন? কোন জায়গার দৃশ্য আপনার প্রিয়? চীনা গায়ক সিয়াও খ্য তার গানে লিখেছেন, শরত্কালে বেইজিংয়ের সন্ধ্যা তার কাছে সবচেয়ে স্মরণীয়! সুন্দর সূর্যাস্ত, ঝরা পাতা ঢাকা ছোট পথ, আর শান্ত আবহাওয়া!

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা শরত্কালের আরো একটি সুন্দর গান 'শরত্কালের রূপকথা' শুনবো। আশা করি সবাই একটি রোমান্টিক ঋতুতে সুন্দর সময় কাটাবেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040