জাতীয় দিবস
  2018-10-01 14:44:36  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। চলতি বছর নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী। এ দিবস উপলক্ষ্যে চীনে সাত দিনের সরকারি ছুটি দেওয়া হয় এবং লোকজন বিভিন্নভাবে এই বিশেষ দিবস উদযাপন করে। আজকের অনুষ্ঠানে আমরা চীনের জাতীয় দিবস এবং জাতীয় দিবসের উদযাপন নিয়ে আপনাদের কিছু শেখাবো।

জাতীয় দিবস হলো, একটি দেশের ইতিহাসের সম্মানে ঘোষিত জাতীয় সরকারি ছুটি। এই দিন সাধারণত একটি দেশের স্বাধীনতা, সংবিধান প্রকাশ, শীর্ষনেতার জন্মদিন অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা থাকে। বেশিরভাগ দেশে এমন একটি দিন আছে। তবে রাজনৈতিক জটিলতার কারণে কিছু কিছু দেশে এমন ঘটনার দিনকে জাতীয় দিবস বলা হয় না। যেমন যুক্তরাষ্ট্রে শুধু স্বাধীনতা দিবস আছে। তবে তা জাতীয় দিবসের সমঅর্থেই ব্যবহৃত হয়।

জাতীয় দিবস, এর চীনা ভাষা 国庆节guó qìng jié।国guó মানে দেশ, রাষ্ট্র।庆qìng মানে উদযাপন, এর পূর্ণ রূপ 庆祝।节jiéমানে উত্সব।

আমরা উদযাপন বা庆祝qìng zhù শব্দ দিয়ে কয়েকটি বাক্য রচনা করতে পারি।

জন্মদিন উদযাপন করা। 庆祝生日qìng zhù shēng rì

প্রতিযোগিতার বিজয় উদযাপন করা। 庆祝比赛胜利qìng zhù bǐ sài shèng lì

আর চীনে জাতীয় দিবস উদযাপনে লোকজন একটি কথা বলতে পছন্দ করে; তা হলো 欢度国庆节huān dù guó qìng jié । মানে আনন্দের সঙ্গে জাতীয় দিবস কাটানো। 欢huān মানে আনন্দ, এটি 欢乐এই শব্দের সংক্ষিপ্ত রূপ। 度dù মানে কাটানো। 国庆节 মানে জাতীয় দিবস।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040