ইয়ু ফেই মেন
  2018-10-16 09:28:08  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব বিখ্যাত এক পপ সংগীত ব্যান্ড 'ইয়ু ফেই মেনের' সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাদের কয়েকটি চমত্কার গান শোনাবো। প্রথমে শুনুন তাদের গান 'লাল হ্রদ'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, ব্যান্ডটির নাম 'ইয়ু ফেই মেনের' বিশেষ অর্থ আছে। এতে 'ইয়ু' মানে সমন্বয়, 'ফেই' মানে বিশেষ, 'মেন' মানে সরল। ব্যান্ডের সদস্যরা আশা করেন, তারা খুব বিশেষ ধরনের এবং নতুন কিছু চমত্কার সংগীত রচনা করতে পারবেন। আচ্ছা, এখন শুনুন তাদের আরেকটি গান- 'বেগুন'।বন্ধুরা, 'ইয়ু ফেই মেন' সংগীত ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। ব্যান্ডের তিন জন সদস্য আছে। ২০০২ সালে তাদের প্রথম অ্যালবাম '০১' প্রকাশিত হয়। এই অ্যালবামে তারা মানুষের কণ্ঠ এবং ডিজিটাল সংগীত যোগ করার চেষ্টা করেছেন। এখন শুনুন তাদের গান 'বাতাস এবং মেঘ'। প্রিয় শ্রোতাবন্ধুরা, ডিজিটাল সংগীত এখন খুব জনপ্রিয় এবং সাধারণ বিষয়। কিন্তু ২০০২ সালের সময় 'ইয়ু ফেই মেন' ডিজিটাল সংগীত রচনার চেষ্টা করেছিলেন এবং তাদের প্রথম অ্যালবামে 'ভোর', 'আমার প্রিয় কাজ'সহ কয়েকটি গান খুব জনপ্রিয় এবং প্রভাবশালী। অনেকেই এই অ্যালবামে কাজ করাকে খুব ভাগ্যের বিষয় হিসেবে মনে করেন। আচ্ছা, এখন শুনুন তাদের গান 'red beans'। বন্ধুরা, ২০০২ সালে 'মহাপ্রাচীর ডিজিটাল সংগীত উত্সব' আয়োজিত হয়। এই উত্সবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কিউটিন তারেন্টিনো 'ইয়ু ফেই মেনের' সংগীতের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, ইয়ু ফেই মেন চীনের ডিজিটাল সংগীতের নতুন সম্ভাবনা! এখন শুনুন ইয়ু ফেই মেনের গান 'বাগান'। 

২০০৩ সালে ইয়ু ফেই মেনের দ্বিতীয় অ্যালবাম '১০ বাগান' প্রকাশিত হয়। এই অ্যালবামের সূত্র ধরে ইয়ু ফেই মেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়ার গীতিকারের সঙ্গে সহযোগিতা শুরু করেছে। এখন শুনুন তাদের আরেকটি গান, গানের নাম 'স্বপ্নের প্রজাপতি'। 

২০০৫ সালে ইয়ু ফেই মেনের তৃতীয় অ্যালবাম '১১' প্রকাশিত হয়। তাদের মনোভাব আরো উন্মুক্ত ছিল। বিভিন্ন সংগীতের স্টাইল তারা ব্যবহার করেছেন। তাদের গান চীনে বেশি স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া বিশ্বের বিখ্যাত গীতিকাররাও তাদের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছেন। এখন শুনুন ইয়ু ফেই মেনের আরেকটি গান 'তোমার চোখে আমি'। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধানত চীনের বিখ্যাত ডিজিটাল সংগীত ব্যান্ড 'ইয়ু ফেই মেনের' পরিচয় তুলে ধরেছি। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো তাদের আরেকটি গান; গানের নাম 'দুপুর'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040