চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী ছেং পি
  2018-10-10 08:47:52  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী ছেং পির সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমে শুনুন তার গান 'পাহাড়ের চা'।বন্ধুরা, ছেং পি চীনের শানতুং প্রদেশের পিনচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন লোকসংগীত গায়িকা ও ফটোগ্রাফার। তিনি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা বিভাগের জাপানি ভাষা বিষয়ে প্রথম শ্রেণী পাওয়া স্নাতক ডিগ্রিধারী। ২০১২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। এখন শুনুন তার কণ্ঠে 'বসন্তের শেষ' নামের গানটি। প্রিয় শ্রোতাবন্ধুরা, ছেং পি উত্তর চীনে জন্মগ্রহণ করেছেন। তার নাম দিয়েছেন তার নানী। ছোটবেলায় ছেং পি ও তার বড় বোন নানীর সঙ্গে চীনের উত্তরাঞ্চলের বৈশিষ্ট্যময় 'চক মেলানো বাড়ি'তে থাকতেন। আর এটিও ছেং পির গান রচনার উত্স। আচ্ছা, এখন শুনুন ছেং পির গান 'যখন আমার একাকি লাগে'। প্রিয় বন্ধুরা, ২০০৯ সালে ছেং পি পিকিং বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য লেখাপড়া করেছেন। তখন তার টোকিওতে চাকরির সুযোগও ছিল। তবে একবার বন্ধুর বাসায় যাওয়ার সুযোগে তিনি গিটার বাজানো শুরু করেন। এরপর স্নাতক হওয়ার পর তিনি একদিকে চাকরি ও অন্যদিকে সংগীত রচনায় মন দেন। এখন শুনুন তার গান 'আলো'।

প্রিয় বন্ধুরা, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর ছেং পির প্রথম অ্যালবাম বাজারে আসে। এতে ৯টি গান অন্তর্ভুক্ত করা হয়। আর এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। এখন শুনুন ছেং পির কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম 'ফুল ঘরের মেয়ে'। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০১৪ সালের ১৫ অগাস্ট, ছেং পির দ্বিতীয় অ্যালবাম 'কবিতা আর গানের মিলন' প্রকাশিত হয়। এতে 'বসন্তের শেষ', 'আমি তোমার সঙ্গে যাবো'সহ ৯টি সুন্দর গান অন্তর্ভুক্ত করা হয়। একই বছর তিনি বেইজিংয়ে ছোট আকারের একটি কনসার্টের আয়োজনও করেন। আচ্ছা, এখন শুনুন ছেং পির কণ্ঠে 'তোমরা' নামের গানটি। 

বন্ধুরা, ২০১৫ সালের ১৩ মার্চ, ছেং পির তৃতীয় অ্যালবাম 'আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই' রিলিজ হয়। এতেও নয়টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৬ সালের ৯ অগাস্ট, তার চতুর্থ অ্যালবাম 'বসন্তের পোকা' প্রকাশিত হয়। একই বছর 'আমি আর পাখি' নামে দেশব্যাপী কনসার্টের আয়োজন করেন তিনি। আচ্ছা, এখন শুনুন ছেং পির আরেকটি গান; গানের নাম 'সূর্যের দিনে তোমার সঙ্গে'। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের বিখ্যাত লোকগান কণ্ঠশিল্পী ছেং পির পরিচয় তুলে ধরেছি এবং তার কয়েকটি সুন্দর গান শুনিয়েছি। অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো তার আরেকটি গান, গানের নাম 'সব কিছু'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। 

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040