'জানালার বাইরে ফুল ফুটেছে'
  2018-10-10 08:47:52  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, প্রথমে শুনুন 'গান গাইতে ভুলে গেছি' নামে একটি সুন্দর গান। গানের কণ্ঠশিল্পী ছেং পিই। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'অদৃশ্য সময়' নামে একটি সুন্দর গান, গানের কণ্ঠশিল্পী ভু পিং। সময় খুব নিষ্ঠুর, আপনি চান বা না-চান, সে চলে যাবেই। সময় খুব ন্যায়পরায়ণ। ধনী-গরীব, সবার কাছেই সে সমান। তাই না? (২)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব রোমান্টিক একটি গান, গানের নাম 'জানালার বাইরে ফুল ফুটেছে'। গানের কণ্ঠশিল্পী লি চিন। আমার একটি স্বপ্ন আছে। সমুদ্রের কাছে আমার একটি ছোট বাড়ি আছে। জানালা দিয়ে নীল ও স্বচ্ছ সমুদ্র দেখা যায়, আরো দেখা যায় ফুল ও পাখি। খুব সুন্দর দৃশ্য, তাই না! এখন শুনুন 'জানালার বাইরে ফুল ফুটেছে' নামের গানটি। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ফুল সম্পর্কিত আরেকটি গান, গানের নাম 'অর্কিড'। গানের কণ্ঠশিল্পী মা সিয়াও। চীনাদের মনে, অর্কিড সরল এবং নির্ভেজাল সৌন্দর্যের প্রতীক এবং প্রাচীনকাল থেকেই অনেক কবি অর্কিড নিয়ে কবিতা রচনা করেছেন। এখন আমরা শুনবো 'অর্কিড' নামে সুন্দর এই গানটি। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'মালভূমির ঘাস' নামের গানটি। গানের কণ্ঠশিল্পী মা সিয়াও। বন্ধুরা, চীনের ইনারমঙ্গোলিয়া সুন্দর মালভূমির জন্য বিখ্যাত। সেখানকার দৃশ্যও অনেক সুন্দর। সেখানে গেলে চোখে পড়বে অসীম সবুজ মালভূমি। মালভূমিতে ঘোড়া ও ছাগলের দারুণ সহাবস্থান। কল্পনা করুন, কত সুন্দর সেই দৃশ্য। তাই না? এখন শুনুন 'মালভূমির ঘাস' নামের গানটি। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'পরস্পরকে ভুলে যাওয়া' নামের গানটি। এই গানের কণ্ঠশিল্পীও মা সিয়াও। বন্ধুরা, যদি প্রেম ভেঙে যায়, আপনি কি করবেন? তাকে ভুলে যাওয়াটা ভালো, নাকি মনে রাখাটা ভালো? এর উত্তর হয়ত নেই, কিন্তু মনের কথা শুনতে হয়। আচ্ছা, শুনুন এই রোম্যান্টিক গানটি। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'সস্তা সুখ'। গানের কণ্ঠশিল্পী থাং সুই। সুখ কি খুব দামি জিনিস? হ্যাঁ, মাঝে মাঝে অনেক টাকা দিয়েও সুখের অনুভূতি পাওয়া যায় না? সুখ মাঝে মাঝে খুবই সস্তা। শিশুর জন্য একটি ললিপপ হলেই সুখের হাসি দেখা যাবে। তাই না? আচ্ছা, শুনুন গানটি। প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'ঘোড়ার পিঠে ফুল দেখবো'। গানের শিল্পী চৌ সুন। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040