দেশপ্রেমের গান
  2018-10-02 16:04:06  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় বন্ধুরা, ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। এই দিন উদযাপনের জন্য চীনে সাত দিনের সরকারি ছুটি দেওয়া হয়। এ ছাড়া চীনের গীতিকাররাও সংগীত রচনার মাধ্যমে প্রিয় মাতৃভূমির প্রতি মনের ভালোবাসা তুলে ধরেন। আজকের অনুষ্ঠানে আপনাদের এমন কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'পাঁচ তারকা খচিত লাল পতাকা' নামের গানটি। বন্ধুরা, এটি কিন্তু চীনের জাতীয় পতাকা! (১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি দেশপ্রেমের গান; গানের নাম 'দেশ'। গানটি গেয়েছেন চীনের খুব বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা জ্যাকি চ্যান ও চীনের খুব জনপ্রিয় গায়িকা লিউ ইউয়ান ইউয়ান। (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'লাল ফৌজকে দশ বার বিদায়'। গানটি গেয়েছে চীনের খুব জনপ্রিয় একটি ব্যান্ড দল 'ফেংহুয়াংছুয়ানছি'। আর এই ব্যান্ডের নামের অর্থ, 'ফিনিক্স লেজেন্ড'। বন্ধুরা, 'লাল ফৌজ' হলো গত শতাব্দীর ২০ ও ৩০ দশকে চীনের 'ভূমি বিপ্লবের' সময় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন গণ-বাহিনীর নাম। আর চীনের গণ-মুক্তিফৌজ এই বাহিনীর ভিত্তিতেই গঠিত হয়েছে। এই গানটি জনগণের মনে চীনের লাল ফৌজের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা তুলে ধরেছে।

(৩)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'নান নি ওয়ান'। গানের কণ্ঠশিল্পী কুও হুং ইং। নান নি ওয়ান একটি জায়গার নাম, জায়গাটি চীনের শায়ানসি প্রদেশের ইয়ান'আন শহরে অবস্থিত। এখন নান নি ওয়ান চীনের খুব বিখ্যাত একটি দর্শনীয় স্থান। চীনের বিপ্লব ও মুক্তিযুদ্ধের সময় অর্থাত্ গত শতাব্দীর ৪০ দশকে, স্থানটি খুব অনুর্বর ছিল। তখন স্থানীয় জনগণ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই অনুর্বর জায়গাকে স্বর্গের মতো সুন্দর একটি স্থানে পরিণত করে। গানে সে সময় জনগণের খুব পরিশ্রমে নান নি ওয়ান নির্মাণের প্রশংসা করা হয়েছে। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'আমার মাতৃভূমি' নামের একটি গান, গানের কণ্ঠশিল্পী হু তা লিয়াং। জাতীয় দিবসের সময় এমন গান শুনে হৃদয় গর্বে ভরে ওঠে। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'সাত সন্তানের গান-ম্যাকাও'। গানটি রচনা করেছেন চীনের ইতিহাসের খুব বিখ্যাত সাহিত্যিক ও বিপ্লবী ওয়েন ই তো। গানটি বিশেষ করে চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য রচনা করা হয়। আর তখন ছিল ১৯২৫ সাল। তখন ম্যাকাও চীনের মূল ভূভাগের কোলে ফিরে আসেনি। তখন এটি পর্তুগালের একটি উপনিবেশ ছিল। গানে ম্যাকাওয়ের মানুষের মাতৃভূমির কোলে ফিরে আসার তীব্র আবেগ প্রকাশ করা হয়েছে। (৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'স্বপ্নের পাখা'। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: বিদেশের পথেও দৃঢ় পদক্ষেপে সামনে যাই। তোমার স্বপ্ন লালন করবো আমরা। আমাদের ভালোবাসা হলো তোমার স্বপ্নের পাখা; সে পাখায় বজ্রপাত পার হবে তুমি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'পৃথিবীর যেখানেই হোক-না-কেন, আমরা একই মুহূর্ত উপভোগ করবো'। (৮)

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040