উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে: মুন জায়ে-ইন
  2018-09-26 12:54:03  cri
সেপ্টেম্বর ২৬: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। তিনি গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ-কথা বলেন।

মুন বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং সফরে উত্তর কোরিয়ার শীর্ষনেতার সঙ্গে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা নিয়ে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, কিম জং-উন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তাঁর 'দৃঢ় আস্থা' থাকার কথা বলেছেন। যত দ্রুত সম্ভব তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চান। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040