জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শুরু
  2018-09-26 12:31:11  cri

সেপ্টেম্বর ২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে সংস্থার সদর দফতরে শুরু হয়। অধিবেশনে শতাধিক দেশের শীর্ষনেতারা বিশ্বের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বলেন, গত কয়েক দশকে জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পেরেছে। একটি সংশোধিত, উন্নত, ও শক্তিশালী বহুপক্ষীয় ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব জাতিসংঘের। কেবল সমঝোতার ভিত্তিতে যুক্তিযুক্ত পদক্ষেপ নিলেই সকল দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করা যাবে এবং মানবজাতি সামনে এগিয়ে যাবে। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি মারিয়া ফার্নান্দো এসপিনোসা তাঁর ভাষণে সকলের জন্য কল্যাণকর একটি জাতিসংঘ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বহুপক্ষবাদ হচ্ছে বৈশ্বিক সংকট মোকাবিলায় মানবজাতির একমাত্র উপায়। লিঙ্গ সমতা, পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, প্রতিবন্ধীদের অধিকার রক্ষা, অভিবাসী ও শরণার্থী সমস্যা সমাধান, জাতিসংঘের উন্নয়ন, এবং নিরাপত্তা ও শান্তি রক্ষার ক্ষেত্রে সবার অভিন্ন প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040