ইব্রাহিম মুহাম্মাদ সালেহ মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত
  2018-09-25 14:47:28  cri
সেপ্টেম্বর ২৫: বিরোধী দল 'মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি'র নেতা ইব্রাহিম মুহাম্মাদ সালেহ মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত ভোটের ৫৮.৩ শতাংশ পেয়ে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেন। গতকাল (সোমবার) নির্বাচনের প্রাথমিক ফলাফল থেকে এ-তথ্য পাওয়া গেছে।

দেশটির নির্বাচন কমিশনের একজন মুখপাত্র জানান, নির্বাচনে ৮৯.২২ শতাংশ বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান।

এদিকে, সোমবার সকালে সালেহ ইয়ামিন প্রশাসনকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। পরে, প্রেসিডেন্ট কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বর্তমান প্রেসিডেন্ট। তিনি এক টেলিভিশন-ভাষণে নিজের পরাজয় স্বীকার করেন এবং সালেহকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ২০০৮ সালে মালদ্বীপে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর এটি হল তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ১৭ নভেম্বর আনুষ্ঠানিভাবে শপথগ্রহণ করবেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040