জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-09-24 19:02:39  cri
জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছান তিনি।

বিমান বন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। ৬ দিনের সফরে প্রধানমন্ত্রী সেখানে থাকবেন। একই দিন নিউইয়র্কের হিলটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। সংবর্ধনায় শেখ হাসিনা জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের এবং বিএনপির ঐক্যের প্রতি ইঙ্গিত করে বলেন, বিএনপিসহ দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী সরকার উৎখাতের চেষ্টা করছেন। দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040