'যাযাবর কিশোর'
  2018-09-24 15:43:22  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির ব্যান্ড হোনকিমাউর'র দু'টি গান শোনাবো। প্রথমে শোনাবো ব্যান্ডটির 'দণ্ডাজ্ঞা' নামের গান। গানের কথা এমন: প্রতিটি ঢেউ'র জীবনীশক্তি রয়েছে। প্রতিটি বীজের চিরস্থায়ী স্বপ্ন রয়েছে। প্রতি ধাপ, প্রতি আশা। আমি এগিয়ে যাচ্ছি। প্রত্যেক জোড়া চোখে সূর্যের আলো দেখা যায়। প্রতি মুখে আত্মীয়ের ছায়া দেখা যায়। অন্ধকারে ঘুম ভেঙে যায়; আমি স্মৃতি লুকাই। হেসে হেসে পৃথিবীতে উড়তে চাই। এসো, তোমাকে দিবো ভালবাসার আশা। এখন থেকে আমাদের দুঃখ থাকবে না। চলো, আমরা একসঙ্গে থাকি।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড হোনকিমাউরের 'দণ্ডাজ্ঞা' নামের গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'যাযাবর কিশোর' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। গানের কথা এমন: শরত্কালের বৃষ্টিতে আমার ঠান্ডা লাগে। পথ এতো দীর্ঘ! আমার স্মৃতি উত্তর দিকে, কিন্তু পাখি দক্ষিণ দিকে উড়ছে। কিশোরমন চারিদিকে ছুটে বেড়ায়; ভ্রমণ করে সারা পৃথিবী। স্বপ্ন যত দূর, সে তত দূরে যাবে। যাযাবর রাখাল স্বপ্ন দেখে চলে। বৃক্ষহীন তৃণভূমির মা, আমার জন্য তোমার দুঃখ লাগে না? আমি তোমার স্মৃতি নিয়ে পৃথিবীর পথে হাঁটি।

চলুন, আমরা এখন গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড হোনকিমাউরের কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন লি'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি চীনের চিলিন প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে বেইজিং অপেরা শিখতে শুরু করেন। তিনি প্রথমে ছাংছুনে কাজ করতেন। ১৯৮৭ সালে তিনি একটি টিভি সিরিজের থিম সং গাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। তিনি টিভি সিরিজটিতে অভিনয়ও করেছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'স্মার্ট এবং ক্লান্ত' নামের গান।

বন্ধুরা, শুনছিলেন ছেন লি'র কন্ঠে 'স্মার্ট এবং ক্লান্ত' শীর্ষক গান। ছেন লি একসময় ব্যবসা শুরু করেন। তিনি এখন কানাডায় থাকেন। ২০০৭ সালে তিনি চায়না সেন্ট্রাল টিভি (সিসিটিভি)-এর এক অনুষ্ঠানে অংশ নেন এবং গান পরিবেশন করেন। ২০১৩ সালে তিনি পুনরায় মঞ্চে পরিবেশনা শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিং ওয়েন'র গান' শীর্ষক গান শোনাবো। গানটি টিভি সিরিজ 'রেড ম্যানশনে একটি স্বপ্ন'-এর (A Dream in Red Mansions) একটি গান। 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' হল চীনের প্রাচীনকালে চারটি বিখ্যাত উপন্যাসের একটি। ছিংওয়েন হলেন উপন্যাসটির একটি চরিত্র। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছেন লি'র কন্ঠে 'ছিং ওয়েন'র গান'। ২০১৩ সালে ছেন লি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 'রেড ম্যানশনে একটি স্বপ্ন' কনসার্টে অংশ নেন এবং গান পরিবেশন করেন। এটি ছিল অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ১২০ বছরের ইতিহাসে প্রথমবার কোনো চীনার সংগীত কনসার্ট। এখন আমি আপনাদেরকে শোনাবো ছেন লি'র কন্ঠে 'ওয়াংনিংমে' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন লি'র কন্ঠে 'ওয়াংনিংমে' শীর্ষক গান। ২০১৭ সালের ১৭ জুন তিনি বেইজিংয়র গণমহাভবনে আয়োজিত সংগীত কনসার্টে গান পরিবেশন করেন। এখন আমি আপনাদেরকে ছেন লি'র কন্ঠে 'জাং হুয়া ইন' শীর্ষক গান শোনাবো। গানটির নামের অর্থ 'ফুল সমাহিত করা'। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040