লন্ডনে যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-09-23 19:09:58  cri
লন্ডনে দুদিন যাত্রাবিরতি শেষে রোববার নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি রোববার স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবার কথা।

২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি গত অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে দেয়া ৫টি প্রস্তাবের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখবেন। সেই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ বাংলাদেশের বেশ কিছু সাফল্যের কথা তুলে ধরবেন। এর আগে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে নেলসন ম্যান্ডেলা পিস সামিটে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক ছাড়াও আরো অনেকগুলো কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040