একতরফাভাবে 'পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন' বাতিল করায় ভারতের সমালোচনা করেছে পাকিস্তান
  2018-09-23 16:55:58  cri

সেপ্টেম্বর ২৩: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শনিবার টুইটার বার্তায় বলেন, নিউইয়র্কে অনুষ্ঠেয় 'পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন' একতরফাভাবে বাতিল করেছে ভারত। এই সিদ্ধান্ত খুবই নেতিবাচক ও অহংকারী। এতে তিনি হতাশা প্রকাশ করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবেশ কুমার 'পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন' বাতিল করার ঘোষণা দেন এবং বলেন, জম্মু-কাশ্মির অঞ্চলে তিন ভারতীয় পুলিশ হত্যা করেছে পাকিস্তান। এরপরও ধারাবাহিক ডাকটিকিট প্রকাশ করে, ডাকটিকিটে কাশ্মিরি জঙ্গিদের ছবি ছাপা হয়েছে। এ প্রেক্ষাপটে ভারতের কাছে পাকিস্তানের সঙ্গে বৈঠকের কোনো তাত্পর্য নেই।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল এর জবাবে বলেছেন, ভারতের এ দু'টি কারণ যথার্থ নয়। ডাকটিকিট প্রকাশ হয়েছে পাকিস্তানের নির্বাচনের আগে, এর সঙ্গে ভারতের পুলিশ নিহতের ঘটনার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানাবে পাকিস্তান।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040