চীনা কৃষকদের 'ফসল কাটার দিবস' উপলক্ষ্যে সারা দেশের কৃষকদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-09-23 16:52:02  cri

সেপ্টেম্বর ২৩: আজ ২৩ সেপ্টেম্বর; শরৎকালের এ-দিনটিতে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এ-দিন চীনের কৃষকরা 'ফসল কাটার দিবস' হিসেবে উদযাপন করেন। দিনটি উপলক্ষ্যে সারা দেশের কৃষকদের অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি চীনের কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কৃষকদের অভিনন্দন এবং শুভকামনা জানান।

প্রেসিডেন্ট সি বলেন, চীনের কৃষকদের জন্য 'ফসল কাটার দিবস' উদযাপন করা সিপিসি'র সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত 'তিনটি গ্রামীণ সমস্যা'র গুরুত্বপূর্ণ মৌলিক অবস্থান তুলে ধরেছে। এটি সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টিকারী উদ্যোগ। শরত্কালের এ সময় সারা দেশের ফসলের বাম্পার ফলন হয়; ফসলের সুগন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ে। কৃষকদের আনন্দের এ সময় 'ফসল কাটার দিবস' আয়োজন যথার্থ সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট সি বলেন, চীন একটি বড় কৃষি-সমৃদ্ধ দেশ। কৃষিকাজে মনোযোগ দেওয়া দেশের স্থিতিশীলতার জন্য জরুরি। বিভিন্ন যুগে চীনের সংস্কার, নির্মাণে কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চলতি বছর গ্রামীণ সংস্কারের ৪০তম বার্ষিকী। তিনি আশা করেন, দেশের কৃষক এবং সমাজের বিভিন্ন মহল ইতিবাচকভাবে চীনের কৃষকদের 'ফসল কাটার দিবসে' অংশ নেবে। কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন ত্বরান্বিত করবে। কৃষি ও গ্রামীণ এলাকার সংস্কার খাতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040