চীনের সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের তীব্র প্রতিবাদ
  2018-09-23 15:46:46  cri
সেপ্টেম্বর ২৩: যুক্তরাষ্ট্র চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাজসরঞ্জাম উন্নয়ন বিভাগ এবং বিভাগের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় গত শুক্রবার চীনের উপপরাষ্ট্রমন্ত্রী চেং চ্য কুয়াং চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাডকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

চেং চ্য কুয়াং বলেন, চীন ও রাশিয়ার সংশ্লিষ্ট সামরিক সহযোগিতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীনের সামরিক সংস্থা ও তার দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে যে শাস্তি আরোপ করেছে, তা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন ও নগ্ন আধিপত্যবাদী আচরণ। চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা হলো দুই সার্বভৌম দেশের স্বাভাবিক সহযোগিতা; এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। যুক্তরাষ্ট্রের আচরণ দু'দেশ এবং দু'দেশের সেনাবাহিনীর সম্পর্ককে গুরুতরভাবে নষ্ট করেছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে দু'দেশের সহযোগিতার ওপর বিরাট নেতিবাচক প্রভাব ফেলেছে। চীন দেশের স্বার্থ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সঠিক ব্যবস্থা নেওয়া ও তথাকথিত শাস্তি উঠিয়ে নেওয়ার তীব্র তাগিদ দেয়। তা-নাহলে যুক্তরাষ্ট্রকে এর ফলাফল বহন করতে হবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040