ডোমিনিকান ও চীনের কূটনৈতিক সম্পর্ক তাইওয়ান প্রণালীর দু'তীরের জন্য ভালো
  2018-09-22 16:34:49  cri
সেপ্টেম্বর ২২: ডোমিনিকান তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করে 'এক চীন নীতি' রক্ষা করেছে এবং তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করেছে। গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেছেন। এ-দিন তিনি এবং ডোমিনিকানের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল ভারগাস এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে সাংবাদিক এক প্রশ্নের জবাবে ওয়াং ই বলেন, বিশ্বে শুধু একটি 'চীন দেশ' আছে। তাইওয়ান চীনের ভূভাগের একটি অবিচ্ছেদ্য অংশ। মৌলিক এ বিষয়ে আন্তর্জাতিক সমাজও একমত। ডোমিনিকানসহ বিভিন্ন দেশ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা ইতিহাস ও আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত এবং ডোমিনিকান ও দেশটির জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত।

ওয়াং ই বলেন, বর্তমানে তাইওয়ানের ক্ষমতাসীন পার্টি 'স্বাধীন তাইওয়ানের' অপপ্রয়াস ছেড়ে দেয়নি। এই ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির কারণে তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন ওয়াং ই।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040