চীন-ব্রিটেন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করা উচিত: চীনা রাষ্ট্রদূত
  2018-09-22 15:56:17  cri
সেপ্টেম্বর ২২: সম্প্রতি ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ সিয়াও মিং দেশটির প্রধান রাজনৈতিক ম্যাগাজিন 'পলিটিক্স ফার্স্টে' 'স্বর্ণযুগে চীন-ব্রিটেন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন' শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রবন্ধে রাষ্ট্রদূত লিউ বলেন, ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আট বছরে তিনি চীন-ব্রিটেন সম্পর্কের অনেক অসাধারণ মুহূর্ত প্রত্যক্ষ করেছেন। তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় হলো, ২০১৫ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফল ব্রিটেন সফর এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের 'স্বর্ণযুগে'র উন্মোচন। তা দু'দেশের সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক এবং এটি দু'দেশের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে নতুন শক্তি যুগিয়েছে।

রাষ্ট্রদূত লিউ জোর দিয়ে বলেন, সুষ্ঠু, স্থিতিশীল, প্রাণচঞ্চল, উভয়ের কল্যাণের চীন-ব্রিটেন সম্পর্ক শুধু দু'দেশ ও দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়, বরং তা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও সহায়ক।

রাষ্ট্রদূত লিউ বলেন, বর্তমানে চীন-ব্রিটেন সহযোগিতার নতুন সুযোগ এসেছে। দু'দেশের উচিত উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যাহত উন্নয়ন জোরদার করা।

তিনি বলেন, চীন ও ব্রিটেনের উচিত পারস্পরিক সম্মান ও বিশ্বাসের কৌশলগত অংশীদার হওয়া ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক অংশীদার হওয়া। দু'দেশ পরস্পরের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থকে সম্মান করলে, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত না করলে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি দৃঢ় করলেই কেবল, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন সঠিক পথে এগিয়ে যেতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040