২০১১ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে ৬০ বার শাস্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-09-22 15:48:49  cri

সেপ্টেম্বর ২২: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সারগেই রিয়াবকভ গতকাল শুক্রবার জানান, গত বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ৬০ বার শাস্তি আরোপ করেছে ওয়াশিংটন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন এসব শাস্তি হলো পূর্বে ঘোষিত শাস্তি থেকে কোনো প্রত্যাশিত ফলাফল লাভ না করার প্রমাণ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুরেট গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বিরুদ্ধে শাস্তির তালিকায় নতুন ৩৩ ব্যক্তি ও সংস্থা যোগ করা হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040