চীন-জার্মানি দ্বিতীয় উচ্চ পর্যায়ের নিরাপত্তা-সংলাপ অনুষ্ঠিত
  2018-09-22 15:47:30  cri

সেপ্টেম্বর ২২: শুক্রবার জার্মানির বার্লিনে 'চীন-জার্মানি দ্বিতীয় উচ্চ পর্যায়ের নিরাপত্তা-সংলাপ' অনুষ্ঠিত হয়েছে।

দুই দেশের এই নিরাপত্তা সংলাপ প্রেসিডেন্ট সি ও চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল'র 'চীন-জার্মানি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠাবিষয়ক যৌথ বিবৃতি' বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। নিরাপত্তা খাতে দু'দেশের পারস্পরিক গুরুত্ব ও আস্থাপূর্ণ সহযোগিতার পদক্ষেপ এই নিরাপত্তা-সংলাপ।

সংলাপে নিরাপত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈঠকের বিষয়ে গুরুত্বারোপ করেছে দু'দেশ। দু'পক্ষ চরমপন্থাবিরোধী, নেটওয়ার্ক ও অর্থনীতি, সীমান্তপার অপরাধ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে গভীরভাবে মতবিনিময় করেছে।

পরবর্তী 'চীন-জার্মানি উচ্চ পর্যায়ের নিরাপত্তা-সংলাপ' ২০১৯ সালে চীনে অনুষ্ঠিত হবে বৈঠক থেকে জানানো হয়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040