কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যাবিষয়ক নতুন প্রস্তাব খুব ইতিবাচক: চীনা প্রতিনিধি
  2018-09-22 15:45:47  cri
সেপ্টেম্বর ২২: গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৬২তম সম্মেলনে উত্তর কোরিয়ার প্রতি নিশ্চয়তা তত্ত্বাবধান-বিষয়ক এক খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং ছুন বলেছেন, এই প্রস্তাব রাজনৈতিক পদ্ধতিতে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে ইতিবাচক শক্তি যুগিয়েছে।

চীনা প্রতিনিধি ওয়াং বলেন, আগের প্রস্তাবের তুলনায় এই প্রস্তাবে কিছু নতুন এবং ইতিবাচক বিষয় যুক্ত হয়েছে। প্রস্তাবটি কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার ইঙ্গিত করা হয়েছে। যা বর্তমানে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানে খুব তাত্পর্যপূর্ণ।

ওয়াং ছুন আরো বলেন, প্রস্তাবটি সম্প্রতি দুই কোরিয়া, চীন-উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার শীর্ষবৈঠককে স্বাগত জানিয়েছে। প্রস্তাবটি সংশ্লিষ্ট পক্ষকে সার্বিকভাবে সংশ্লিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তাগিদও দিয়েছে।

ওয়াং ছুন বলেন, প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের বিভিন্ন মঞ্চের মাধ্যমে শান্তিপূর্ণ কূটনীতি জোরদার করার বিষয়ে শক্তি যুগিয়েছে। চীন এই প্রস্তাবের আলোচনায় গভীরভাবে অংশ নিয়েছে এবং বেশ কিছু গঠনমূলক প্রস্তাব দিয়েছে। চীন এই প্রস্তাব গৃহীত হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040