'আমাদের চীনকে দেখার দৃষ্টিভঙ্গি পশ্চিমা দেশ থেকে ভিন্ন': রাশিয়ার স্যাটেলাইট বার্তাসংস্থার উপ-প্রধান সম্পাদক
  2018-09-21 10:59:05  cri

সেপ্টেম্বর ২১: চীন রাশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, চীনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি ব্যাপক ক্ষেত্রের সহযোগিতা চালাতে ইচ্ছুক রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার) কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' বিষয়ক আন্তর্জাতিক সম্প্রচার ফোরামে অংশগ্রহণকারী রাশিয়ার স্যাটেলাইট বার্তাসংস্থার উপ-প্রধান সম্পাদক এন্ড্রে ব্লাগাদলেইন্কো এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে চায়না মিডিয়ার গ্রুপের আন্তর্জাতিক বেতারের উপ-মহাপরিচালক হু পাং শেং ফোরামে ভাষণ দেওয়ার সময় 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে বিভিন্ন দেশের গণমাধ্যমের সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন দেশের গণমাধ্যমে সরাসরি ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গঠন করা উচিত। এ নিয়ে এন্ড্রে বলেন, ডিজিটাল প্রযুক্তি দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে দু'দেশের গণমাধ্যমের সহযোগিতা অপূর্ব পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি বলেন, এ সব সহযোগিতার মাধ্যমে দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা ও মৈত্রী আরো বাড়বে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে যাবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040