ইউরোপ-এশিয়া যোগাযোগ সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রকাশিত; এশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করবে ইইউ
  2018-09-21 10:55:19  cri

সেপ্টেম্বর ২১: ইইউ কমিশন ও ইইউ বিদেশি কার্যক্রম ব্যুরো গত বুধবার 'আরো ভালভাবে এশিয়ার সঙ্গে যোগাযোগ করার' লক্ষ্যে একটি পরিকল্পনা প্রকাশ করেছে। এ পরিকল্পনার মাধ্যমে এশীয় বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক ইউরোপ।

'ইউরোপ ও এশিয়া সংযুক্ত করা- ইইউর কৌশলগত পরিকল্পনা' নামক দলিলের মাধ্যমে নিয়মকানুনের ভিত্তিতে এশিয়ার সঙ্গে যোগাযোগ, জ্বালানি, ডিজিটাল এবং মানুষে মানুষের নেটওয়ার্ক গঠন করতে চায় ইইউ। এ পরিকল্পনার আওতায় 'ইউরোপ-চীন যোগাযোগ মঞ্চ'-এর মাধ্যমে দু'পক্ষের সহযোগিতা জোরদার করা এবং মতভেদ মোকাবিলা করা যাবে।

আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ইইউ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা, ব্যাংক ও ব্যক্তিগত সংস্থার অর্থ সংগ্রহ করে টেকসই বিনিয়োগ নিশ্চিত করে এশিয়ার প্রতি বছরে ১.৩ ট্রিলিয়ন ইউরো মূল্যের অবকাঠামো নির্মাণের জন্য অর্থ সরবরাহ করবে।

এ পরিকল্পনা পর্যালোচনার জন্য ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের কাছে জমা দেওয়া হবে। আগামী মাসে ব্রাসেলসে ইউরেশিয়া শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের সদস্যরা এ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040