মিশরসহ উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করবে ইইউ: দোনাল্দ তুস্ক
  2018-09-21 10:22:13  cri
সেপ্টেম্বর ২১: মিশরসহ উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে অভিবাসী ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল (বৃহস্পতিবার) সলসবার্গে ইইউ'র অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্দ তুস্ক।

তিনি বলেন, ইইউ ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যকার সহযোগিতা কেবল অভিবাসী নিয়ে নয়, আরও ব্যাপক আওতায় অংশীদারিত্বের সম্পর্ক গঠন করা উচিত।

তিনি আরও বলেন, ইইউ'র বিভিন্ন দেশের নেতারা এ শীর্ষসম্মেলনে মিশরসহ নানা উত্তর আফ্রিকার দেশের সঙ্গে সংলাপ চালাতে সমর্থন করেছেন। তারা আগামী ফেব্রুয়ারিতে মিশরে ইইউ-আরব লিগ শীর্ষ সম্মেলন আয়োজন করতে একমত হন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040